ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম না মানার কারণে পিএসজি ও ইউভেন্তুসসহ আটটি ক্লাবকে মোটা অঙ্কের জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
লাভের মুখ দেখার ‘ব্রেক-ইভেন’ নিয়ম না মানায় শর্তহীনভাবে পিএসজিকে ১ কোটি ইউরো জরিমানা দেওয়ার নির্দেশনা দিয়েছে উয়েফা। আগামীতে নিয়ম ভাঙলে সাড়ে ৬ কোটি ইউরো পরিশোধ করতে হতে পারে লিগ ওয়ানের দলটিকে।
ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না এবং তিন বছরের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
কেবল পিএসজি নয়, সামনের দিনগুলোতে এ বিষয়ে উয়েফার কড়া নজরদারির মধ্যে থাকবে ১৯টি ক্লাব। তাদের মধ্যে আছে চেলসি, লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রেঞ্জার্সের মতো দল।
এই জরিমানা প্রযোজ্য হচ্ছে ২০২১-২২ মৌসুমে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় খেলা দলগুলোর উপর। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২-এই অর্থ বছরগুলোর উপর পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
জরিমানা দিতে হবে এসি মিলান, ইন্টার মিলান, রোমা, বেসিকতাস, অলিম্পিক মার্সেই এবং মোনাকোকেও। পিএসজিসহ দলগুলোকে মিলিয়ে কমপক্ষে ২ কোটি ৬০ লাখ ইউরো জরিমানা এখনই পরিশোধ করতে হবে। নিয়ম না মানলে সব মিলিয়ে তাদেরকে ১৭ কোটি ২০ লাখ ইউরো পরিশোধ করতে হতে পারে।
জরিমানার এই অঙ্ক ক্লাবগুলোকে সরাসরি পরিশোধ করতে হবে, নয়ত উয়েফার ক্লাব প্রতিযোগিতা থেকে তাদের অর্জিত লভ্যাংশ আটকে থাকবে।
করোনাভাইরাস মহামারীর প্রভাবের কারণে ২০০০ ও ২০২১ অর্থ বছর জরুরি পরিস্থিতির বিবেচনায় নিয়েছিল উয়েফা। এ কারণে ওই সময়কালকে একটি একক সময়কাল ‘অর্থ বছর’ ধরে নিয়ে ক্লাবগুলোকে ২০২০ ও ২০২১ সালের আয় ও ব্যয়ের গড় হিসাব করার অনুমতি দিয়েছিল তারা।