বিয়ানীবাজার গ্যাসফিল্ডের ১ নম্বর কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের জন্য পুনঃখননের কাজ শুরু করেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। আজ শনিবার দুপুরে পুনঃখনন কাজের উদ্বোধন করেন সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ক ওভার শেষ করে এই কূপের ওপরের স্তর থেকে ৭ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
মোহাম্মদ আলী বলেন, ‘সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন বিয়ানীবাজার দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র। আমরা এখানকার একটি কূপ খনন করেছি। আগামী মাস থেকে গ্যাস ক্ষেত্রের প্রসারতা অনুমান করা যাবে। গ্যাস মূল্যায়ন করা যাবে। আরও দুইটা বা তিনটা কূপ খনন করা যায় কিনা দেখা যাবে।’