দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯ দশমিক ২৩ শতাংশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রবিবার করোনায় ২ জনের মৃত্যু হয়। একই সময়ে ৩১০ জনের করোনা শনাক্ত হয়। এতে গতদিনের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। গত এক দিনে নতুন কারও মৃত্যু না হওয়ায় এ পর্যন্ত মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৩৪ জনে রয়েছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।