ইরানের তৈরি ড্রোন দিয়ে বন্দর নগরী ওডেসায় রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ড্রোন দেওয়ায় ইরানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক কমিয়ে দেওয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এরপরই ইরানের ড্রোন দিয়ে ওডেসায় রাশিয়া হামলা চালিয়েছে বলে খবর এলো।
ওডেসায় রাশিয়ার হামলা নিয়ে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ওডেসায় আবারও শত্রুদের কামিকাজে ড্রোন হামলা হয়েছে। শত্রুরা কেন্দ্রীয় প্রশাসনিক ভবনে তিনবার হামলা চালিয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক মহলে রুশ বিরোধিতা বাড়ছে
তারা আরও বলেছে, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এগুলো ছিল ইরানের ড্রোন। এদিকে ওডেসায় ইরানের তৈরি ড্রোন দিয়ে দুইদিন আগেও হামলা চালিয়েছিল রুশ সেনারা। সেই হামলায় দুইজন সাধারণ বেসামরিক মানুষ প্রাণ হারান।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান ইরানের কাছ থেকে কয়েকশ হামলাকারী ড্রোন কিনছে রাশিয়া। তবে এসব দাবি অস্বীকার করেছিল ইরান।