যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিন বিকেল ৪ টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সরাসরি এ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভোরের কাগজকে এ তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলী এবং সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একজন সদস্য।
তিনি জানান, আজ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করা হয়। এছাড়া ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়।
তিনি আরো জানান, জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরের বিস্তারিত বরাবরের মতো এবারো দেশবাসীকে তিনি অবহিত করবেন। আগামী বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি সফরের বিস্তারিত তুলে ধরবেন।