ভারতের গোয়ার উপকূলের কাছে সমুদ্রে ভেঙে পড়েছে দেশটির নৌ সেনার মিগ-২৯কে ফাইটার বিমান। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাইলট। আজ বুধবার ঘটেছে এই ঘটনা।
ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বলা হয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে একটি তদন্তকারীদের বোর্ড গঠন করা হয়েছে।
রিপোর্ট, বুধবার সকালে গোয়া উপকূলের কাছে সমুদ্রের ওপর দিয়ে ঘাঁটিতে ফেরার সময় আচমকাই ফাইটার বিমানটিতে প্রযুক্তগত ত্রুটি ধরা পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এর জেরে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। তবে নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসে পাইলট। তল্লাশি শুরু হলে উদ্ধারকারী দল ওই পাইলটকে খুঁজে পায়। আপাতত পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল।
২০১৯ সালের পর থেকে দেশটিতে মিগ-২৯কে ফাইটার বিধ্বস্ত হওয়ার এটি চতুর্থ ঘটনা। টুইটারে ভারতীয় নৌ সেনার মুখপাত্র জানান, ঠিক কোন কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই রিপোর্ট জমা হবে।