ইরানের ড্রোন দিয়ে হামলা করছে রাশিয়া এমন অভিযোগ ইউক্রেনের। সোমবারও ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাজধানী কিয়েভে হামলার খবর বের হয়েছে। এই ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন অকাট্য প্রমাণ চেয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ইউক্রেন যুদ্ধে ইরানের সম্পৃক্ততার বিষয়ে আমরা ‘অকাট্য প্রমাণ’ তালাশ করছি।
জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে লুক্সেমবার্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন। এই বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করছে, রাশিয়া ইরানের তৈরি মনুষ্যবিহীন ড্রোন সাহেদ-১৩৬ দিয়ে আক্রমণ করছে। ইরান ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছে। রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে তেহরান।