রাশিয়ার একের পর এক হামলায় বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটে কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রসিকিউটরদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে হামলায় দুজন নিহত হয়েছেন। ডিনিপ্রো নদীর কাছে একটি পাওয়ার স্টেশনের চারপাশ থেকে ধোঁয়ার বরফ উড়তে দেখা গেছে।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার টুইটারে বলেছেন যে গত আট দিনে, “ইউক্রেনের ৩০ শতাংশ পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে, যার ফলে সারা দেশে ব্যাপক ব্ল্যাকআউট হয়েছে”।
কিয়েভের পশ্চিমে জাইটোমিরে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন হয়েছে এবং ডিনিপ্রো অঞ্চলে দুটি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এ দাবি করেছেন মাইখাইলো। জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।