রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইয়েস্ক শহরে আবাসিক এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। খবর বিবিসি।
গতকাল সোমবার সন্ধ্যার এ ঘটনা সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি এসইউ-৩৪ বোমারু বিমানের প্রশিক্ষণকালে ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলটরা বের হয়ে যেতে পেরেছেন।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা মাটিতে পড়ে থাকা একজন পাইলটকে সাহায্য করছেন। তার পেছনে প্যারাসুট পড়ে রয়েছে।
মন্ত্রণালয় বলছে, উড্ডয়নের সময় একটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় বিমানটি আবাসিক এলাকায় ভূপাতিত হয় এবং ট্যাংকে থাকা জ্বালানিতে আগুন ধরে যায়।
বিমান বিধ্বস্ত হওয়ার পর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায়৷ নয় তলা ওই ভবন থেকে ৬৪ জনকে উদ্ধার করা হয়ে। কাছের একটি স্কুল থেকেও সবাইকে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় গণমাধ্যম বলছে, বহুতল ভবনের পাঁচটি তলা আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলের বিপরীতে অবস্থিত ইয়েস্ক আজভ সাগর দ্বারা বিচ্ছিন্ন। শহরটি রুশ নৌ বিমান চলাচলের জন্য একটি প্রধান প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ক্রেমলিন থেকে দেশটির জাতীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের শিকারদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সরকারী কর্মকর্তাদের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে।