রাশিয়ার সেনাবাহিনীর অন্তত ৯ হাজার সেনা প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে মোতায়েন করা হবে। বেলারুশের সীমান্ত রক্ষার্থে ‘আঞ্চলিক জোট’ সহযোগিতার অধীনে রুশ সেনাদের মোতায়েন করা হবে বলে জানিয়েছে মিনস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিভাগের প্রধান ভ্যালেরি রেভেনকো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার পোস্টে জানান, আঞ্চলিক জোট সহযোগিতার অংশ হিসেবে রুশ সেনাদের বহনকারী প্রথম ট্রেন বেলারুশে আসতে শুরু করেছে।
নির্ধারিত সংখ্যক সেনা আসতে কয়েক দিন লেগে যাবে। সব মিলিয়ে ৯ হাজারের কিছু কম সেনা আসবে। সামরিক অ্যাটাশে এই বিষয়ে সংবাদ সম্মেলনের সময় বিস্তারিত তথ্য জানাবেন তিনি।
গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দর লুকাশেঙ্কো জানান, ইউক্রেন সীমান্তের কাছে রুশ বাহিনীর সঙ্গে তার সেনাদের যৌথভাবে মোতায়েন করা হবে। তার ঘোষণার মাত্র এক সপ্তাহের মধ্যেই রুশ সেনারা বেলারুশে প্রবেশ করতে শুরু করেছেন।