গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় নিউজিল্যান্ডের। আর চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয়ে গত আসরের দুই ফাইনালিস্ট। আর উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলো কিউইরা। অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে তারা। মারকাটারি ব্যাটিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বোলারদের ওপর তান্ডবলীলা চালায় কিউই ব্যাটাররা। বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলে ৩ উইকেটে ২০০ রান। বল হাতে অজিদের ১১১ রানে ধসিয়ে দিয়েছে কিউইরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টার্কের প্রথম ওভারেই ১৪ রান তুলে নেয় কিউইরা। ওপেনার ফিন অ্যালেন তাণ্ডব শুরু করেন। যোগ্য সঙ্গ দেন কনওয়েও। পরের ওভারে দুই চারে ১৫ রান, কামিন্সের তৃতীয় ওভার থেকে তারা তুলে নেন ১৭ রান। মার্কোস স্টইনিসের করা চতুর্থ ওভারে ১০ রান তুলে নেন দুই ওপেনার। চার ওভারেই নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ওঠে ৫৬ রান।
বড় রানের চাপে শুরুতেই ছন্দপতন হয় অজি ব্যাটারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারকে ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হন। ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। পরেই ফিরে যান মিশেল মার্শ । অজিরা ৩৪ রানে তিনটি এবং ৫০ রানে হারায় চতুর্থ উইকেট। ওই ধাক্কা সামলে উঠতে পারেনি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
গ্লেন ম্যাক্সওয়েল তিনটি চার ও এক ছক্কায় ২০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া ১৮ বলে ২১ রান করেন প্যাট কামিন্স। তাতে মান বাঁচেনি অজিদের। কিউইদের পক্ষে ২.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন টিম সাউদি। সাকিবকে ছাড়িয়ে টি-২০ সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন স্পিনার মিচেল সান্টনার। অনুমিতভাবে ম্যাচ সেরা হয়েছেন ডেভন কনওয়ে।