জার্মানির প্রেসিডেন্ট ফ্যাঙ্ক-ওয়াল্টার স্টেনমেইয়ার মঙ্গলবার এক আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর এটিই জার্মান প্রেসিডেন্টের প্রথম কিয়েভ সফর।
জার্মানির বর্তমান প্রেসিডেন্ট ফ্যাঙ্ক-ওয়াল্টার স্টেনমেইয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
কিন্তু বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিই ইউক্রেনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র, অর্থ ও সমর্থন দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি।