ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বুধবার বলেছেন, খেরসনে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণ চালানোর বিষয়টি আরও কঠিন হিসেবে প্রতীয়মান হচ্ছে। দক্ষিণাঞ্চলের খারকিভে তারা যেমন সাফল্য পেয়েছিলেন তেমনটি হবে না; কারণ খেরসনের ‘আবহাওয়া আদ্র’ এবং এটি একটি ‘বিস্তৃত ভূখণ্ড’ অঞ্চল।
খেরসনের পাল্টা আক্রমণ সহজ হবে না এটি জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রথমত, ইউক্রেনের দক্ষিণ দিক হলো কৃষি অঞ্চল এবং সেখানে অনেক জলসেচন ও পানি সরবরাহের নালা/খাল আছে। রাশিয়ানরা এগুলোকে পরিখা হিসেবে ব্যবহার করছে। এটি তাদের জন্য আরও সুবিধাজনক।
দ্বিতীয়ত হলো আবহাওয়ার অবস্থা। এটি বর্ষাকাল, এটি চাকাযুক্ত যুদ্ধযান ব্যবহারের জন্য খুবই কঠিন। এটি আমাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে।
খেরসনের দিকে পাল্টা আক্রমণ খারকিভের চেয়ে আরও কঠিন, যোগ করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।