ইউক্রেনের হয়ে যুদ্ধ করে নিহত হওয়া মার্কিন নাগরিকের লাশ ফেরত দিয়েছে রাশিয়া। গত আগস্টে মার্কিন এ নাগরিক রুশ সেনাদের হামলায় নিহত হন।
বুধবার ইউক্রেনের জাপোরিঝিয়ায় এ লাশ হস্তান্তর করে রাশিয়া। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জাপোরিঝিয়া ভাসিলিভকা শহরের উত্তরে লাশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়। রাশিয়া-ইউক্রেনের দখলকৃত নো ম্যানসল্যান্ডে উভয়পক্ষ দুই ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসের মৃতদেহ নিতে একটি অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল। ইউক্রেন জানিয়েছে, তারা জনসের মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। রাশিয়া আগেই তার ছবি ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল।
কান্নারত অবস্থায় জনসের বাবা সিএনএনকে বলেন, ‘আমরা তাকে ফেরত পেয়েছি।’ এর মাধ্যমে পরিবারের ওপর থেকে বড় বোঝা নেমে গেল বলেও মন্তব্য করেন তিনি ।