রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। দেশটির কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে এই তথ্য জানিয়েছে।
ইউক্রেন জানিয়েছে, চার ঘণ্টারও বেশি সময় কিয়েভে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। কারণ রুশ সৈন্যরা বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোর উপর হামলা চালিয়েছে।
শুধু কিয়েভেই নয় দানিপ্রো শহরসহ ইউক্রেনের মধ্য অঞ্চলেও রুশ বাহিনী হামলা চালিয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় ৪০ লাখ মানুষ এই সমস্যায় পড়বে। তবে হামলা চালিয়ে আমাদের ‘ভাঙতে’ পারবে না।