লিশি হেফাজতে মাহসা আমিনির (২২) মৃত্যু ঘিরে ইরানে কোনোভাবেই থামছে না বিক্ষোভ। দেশটির প্রেসিডেন্ট ও রেভল্যুশনারি গার্ডসের হুঁশিয়ারি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে, ১৬ সেপ্টেম্বরের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছেন। খবর আরব নিউজের।
রিপোর্ট, গত শুক্রবারও হাজার হাজার ইরানি বিক্ষোভে রাস্তায় নেমেছে। জাজেদান অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে ইরানি পুলিশ। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, সেই দিন ২৪ ঘন্টায় আঞ্চলিক পুলিশ এবং রক্ষীরা চার প্রদেশে বেআইনিভাবে ৮ জনকে হত্যা করেছে।
ভিন্নমতাবলম্বী অ্যাক্টিভিস্টরা বলেছেন, গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে চার শতাধিক লোক নিহত হয়েছেন।
এমইকে ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর একজন মুখপাত্র বলেন, বিদেশি ইরানিদের বৈশ্বিক সংহতি ইরানের বিক্ষোভকে শক্তিশালী করেছে। বিক্ষোভকারীরা দেশটির শাসকদের হটাতে প্রতিদিন সবাইকে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছে।
আরব নিউজ বলছে, গত বুধবার ৩৫ বছর বয়সী ইসমাইল মাওলুদি নামে এক বিক্ষোভকারী নিহত হয়। এরপর তার দাফনে শোকার্তরা এলে মাহাবাদে পুলিশের সংগে সংঘর্ষ বেধে যায়। এ ছাড়া বিক্ষোভে নিহত ১৬ বছর বয়সী নিকা শাহকারামির কবরের কাছে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদের বাইরে সবখানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।