পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চললেও তারা একেক সময় একেক কথা বলে। আমরা বিশ্বাস করি, মিয়ানমার যারা পরিচালনা করে তারা ন্যায়ের পথ দেখবে ও সমঝোতার পথে আসবে। ফলে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবে।
শনিবার (০৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির চত্বরে জাতীয় সমবায় দিবসের র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ১৬ কোটি মানুষ যখন খেতে পারছে আরও হয়ত কয়েক লাখ খাবে। আমরা চাই, বিশ্বের যেসব রাষ্ট্র আছে, জাতিসংঘসহ তারা দেখুক রোহিঙ্গারা কী অবস্থায় আছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ।