Home » কুমিল্লায় আ.লীগের সম্মেলনে কত লোক হয়েছে দেখে যান, ভাড়া করা লোক নেই এখানে

কুমিল্লায় আ.লীগের সম্মেলনে কত লোক হয়েছে দেখে যান, ভাড়া করা লোক নেই এখানে

0 মন্তব্য 278 ভিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনিদের পুরস্কৃত করেছেন, খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন। খুন আর হত্যার রাজনীতিতে বিএনপির হাত রক্তে রঞ্জিত। তাঁরা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা কম করেনি। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তাঁরা যতই মুছে ফেলতে চেয়েছে, ততই তাঁরা নিজেরা মুছে গেছে এবং সংকুচিত হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।’

নির্বাচনে খেলা হবে ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, খেলা হবে। আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ভুয়া ভোটারদের বানানোর বিরুদ্ধে খেলা হবে। টাকা ওড়ে মহল্লায়। তবে টাকার খেলা হবে না।’

ক্ষমতায় আসলে বিএনপি গণতন্ত্র হরণ করবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে এই বিএনপি। বিএনপির সঙ্গে জনগণ নেই। যতই নাচানাচি করেন, লাফালাফি করেন। দুবাই থেকে টাকা আসে, খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, তাঁরা যত চেঁচামেচিই করুক, যত সমাবেশ করুক, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে।’

এর আগে আজ বেলা সোয়া ১১টায় আ ক ম বাহাউদ্দিনের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এরপর ওবায়দুল কাদের বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 

আরও পড়ুন

মতামত দিন

আমাদের সম্পর্কে

We’re a media company. We promise to tell you what’s new in the parts of modern life that matter. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Sed consequat, leo eget bibendum Aa, augue velit.