ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পর থেকেই রাশিয়ার ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যেই মস্কোর সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করতে চায় নয়াদিল্লি।
রোববার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি রাশিয়া ও ভারতের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বলা হয়, ভারতের রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ইচ্ছার প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সমর্থন আছে। আগামী দিনগুলোতে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য দ্বিগুণ করতে নয়াদিল্লি প্রস্তুত।