সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল কিম জং উনের মেয়ের ছবি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডান বলেছেন, কিমের মেয়েকে প্রকাশ্যে আনাটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা।
ছবিতে কিমের মেয়ের বয়স ১২-১৩ বছর মনে হচ্ছে। তার মানে আরও চার-পাঁচ বছর পর তিনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন অথবা সামরিক বাহিনীতে যোগ দেবেন।
উত্তর কোরিয়া বিষয়ক এ বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কিম তার মেয়েকে প্রকাশ্যে এনেছেন এটি দেখাতে যে, তার পরিবারের চতুর্থ প্রজন্মই দেশটির পরবর্তী শাসক হবেন।
উত্তর কোরিয়া শুক্রবার আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন উন। খবর বিবিসির।
প্রথমবারের মতো প্রকাশ্যে আসলো উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ছোট মেয়ে কিম চু-এইয়ের ছবি।
বিশ্ব নেতাদের মধ্যে কিম জং উন খুবই নির্ভত জীবন-যাপন করেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কেউই তেমন কিছু জানেন না।
শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ প্রথমবারের মতো বাবার হাত ধরে থাকা উনের মেয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছে।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শুক্রবার হোক্কাইডোর ২১০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র এঘটনার তীব্র নিন্দা করেছে, আর দক্ষিণ কোরিয়া শক্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়ে সতর্ক করেছিলেন।
পিয়ংইয়ং আমেরিকাকে ‘ভয়াবহ’ সামরিক জবাব দেয়ার হুমকি দেয়ার পরদিনই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো।