টুইটারের মালিক ধনকুবের ইলন মাস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর জানা গেলো তাতে আর আগ্রহ নেই ট্রাম্পের।
শনিবার (১৯ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার আর কোনও আগ্রহ নেই টুইটারের প্রতি।
ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে মতামত জরিপ পরিচালনা করেন সম্প্রতি। নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার সেগুলোর মধ্যে একটি। এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি অ্যাপও চালু করেছিলেন। তিনি বলেন, তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ নিয়েই থাকতে চান তিনি। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) এই অ্যাপ চালু করে।
টুইটার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।