শিডিউল জটিলতায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ঢাকা সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন না, এটা আমি শুনেছি। তারা শিডিউল মেলাতে পারছেন না। আজারবাইজান অথবা কোথাও যেন যাবেন তিনি, তবে আগামীকাল সোমবার তার সঙ্গে কথা হবে আমার।