২০২৮ সালের মধ্যে চাঁদে পরমাণু নির্ভর ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে চীন। এই চন্দ্র-ঘাঁটি পরমাণু শক্তিতে চলবে। মোট তিনটি মিশনের মাধ্যমে চীন এটি নির্মাণ করতে চায়।
চীনের চন্দ্রাভিযান প্রোগ্রামের প্রধান নকশাকারী উ উয়েইরান বলেছেন, ‘আমাদের নভোচারীরা আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে যেতে পারবেন।’ তার মতে পরমাণু শক্তিই হতে পারে চাঁদের দীর্ঘস্থায়ী ঘাঁটির অন্যতম জ্বালানি উৎস।
সাম্প্রতিক সময়ে মহাকাশে আধিপত্য দেখানোর বিষয়ে মনোযোগী হয়ে উঠেছে চীন। দেশটি নিজেরাই মহাকাশ স্টেশন বানানো, মঙ্গল অভিযানসহ নানা পরিকল্পনা সাজাচ্ছে।
২০১৯ সালে প্রথম দেশ হিসেবে চীন চাঁদের উল্টোপৃষ্টে মহাকাশযান পাঠানোর কৃতিত্ব দেখিয়েছিল।