এক বক্তব্যে ইউক্রেনে এক লাখ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। বুধবার তিনি টুইটারে তার ওই বক্তব্যটির ভিডিও প্রকাশ করেন। এতে তিনি বলেন, রুশ বাহিনী ইউক্রেনে ২০ হাজার বেসামরিক নাগরিক এবং এক লাখেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। ওই ভিডিওটি ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।
খবরে বলা হয়, ভিডিও আপলোডের কয়েক ঘণ্টা পর তিনি তা ডিলিট করে দেন। তবে ততক্ষণে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ইউক্রেন খুব শক্তভাবে নিজেদের সেনা হতাহতের সংখ্যা গোপন করে আসছে। পশ্চিমা গণমাধ্যমেও শুধু রাশিয়ার সেনা নিহতের সংবাদই প্রচার করা হয়। ফলে ভন ডার লিয়েনের মুখে এক লাখ ইউক্রেনীয় সেনা নিহতের খবরে ভড়কে গেছেন নেটিজেনরা। ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, ইউক্রেনে মৃত্যু, ধ্বংস এবং যন্ত্রণা বয়ে এনেছে রাশিয়ার অভিযান।
আমরা সবাই বুচার ভয়াবহতার কথা মনে রেখেছি। এখন পর্যন্ত ২০ হাজার বেসামরিক এবং এক লাখ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রাশিয়া। এই অপরাধের জন্য রাশিয়াকে অবশ্যই দায় নিতে হবে।
রাশিয়াও ইউক্রেনের সেনাবাহিনীর বড় একটি অংশকে ধ্বংস করে দেয়ার দাবি করে আসছে। ভন ডার লিয়েনের ওই বক্তব্য রাশিয়ার এই দাবিকে সমর্থন করে। যদিও কয়েক ঘণ্টা পরই ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি। এর পরিবর্তে তিনি এই দুই লাইন বাদ দিয়ে ওই ভিডিওটি আবারও আপলোড করেন। তবে এরইমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে তার এই বক্তব্য। ইউক্রেনপন্থী টেলিগ্রাম গ্রুপগুলোতেও বিষয়টি নিয়ে অস্বস্থি দেখা গেছে। অনেককেই বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিহত যদি এক লাখ হয় তাহলে আহতের সংখ্যা কত বেশি হতে পারে!
তবে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র বোহদান সেনিক ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদায় ভন ডার লিয়েনের এমন দাবির সমালোচনা করেন। তিনি বলেন, এক লাখ ইউক্রেনীয় সেনার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি না। ইউক্রেনের নিহত সেনার সংখ্যা প্রকাশ করা নিষিদ্ধ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকিফোরভও বলেন, ইউক্রেন কত সেনা হারিয়েছে তা খুবই স্পর্শকাতর একটি তথ্য। শুধুমাত্র সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী এবং প্রেসিডেন্টই এই তথ্য প্রকাশ্যে আনতে পারেন।