ইউক্রেনের অবকাঠামোতে আরেক দফা ক্ষেপণাস্ত্র আক্রমণের দিনে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনের বেশিরভাগ সময় ‘বিশেষ সামরিক অভিযানের’ সদর দফতরে কাটান পুতিন। সম্প্রতি ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তা দাবি করেছেন, আগামী বছরের শুরুতে বড় একটি আক্রমণের পরিকল্পনা করছে রাশিয়া। এ জন্য ২ লাখ সেনা প্রস্তুত করছে। এরপরই এই বৈঠকের খবর এলো।
শুক্রবার ইউক্রেনের পাওয়ার গ্রিডে রাশিয়ার হামলা লাখ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
ওই দিনের বৈঠকের ফুটেজে পুতিনের পাশে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভকে দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় টিভিতে প্রচার হয়েছে ওই ভিডিও। সেখানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে পুতিন জানান, সব কমান্ডারদের কথা শুনবেন। তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি পদক্ষেপ সম্পর্কেও তাদের প্রস্তাবগুলো শুনতে চান।এর আগে খবর ছড়িয়েছিল যে, জেনারেল গেরাসিমভকে বরখাস্ত করেছেন পুতিন। কিন্তু ভিডিওটি বলছে, তা নিছকই গুজব ছিল।