বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর ফ্রান্সের জাতীয় ফুটবল দলকে সান্ত্বনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। খবর এনডিটিভির
গতকাল রোববার রাতে কাতারে বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। ম্যাচে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেন। টুর্নামেন্টে ৮ গোল করে তিনি গোল্ডেন বুট পেয়েছেন।
ম্যাচটি হারার পর মাঠে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ফরাসি দলের সদস্যদের চোখেমুখে দেখা যায় হতাশা-বেদনার ছাপ।