বিশ্বকাপ জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেন, সবসময় মনে হতো, কখনো না কখনো ঈশ্বর আমার হাতে বিশ্বকাপ তুলে দেবেন। কেন মনে হতো তা জানি না।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তার ফুটবল ক্যারিয়ার পূর্ণতায় পূর্ণ হলো। এর আগে সাতটি জিতেছেন ব্যালন ডি’অর। লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগেও কম যাননি। গোলের পর গোল করেছেন। রেকর্ডের পর রেকর্ড নিজের নামে লিখিয়েছেন। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। তবু অধরা ছিল ক্যারিয়ারের সেরা স্বপ্ন বিশ্বকাপ। পঞ্চম আসরে এসে ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ কাটিয়ে ওই শিরোপা ছুঁয়েছেন মেসি। খবর স্কাই স্পোর্টসের।
ম্যাচ শেষে তিনি বলেন, এভাবে শেষ করতে পারলাম, এটা সত্যিই অসাধারণ। জানতাম, কোন পর্যায়ে এই শিরোপা আমি জিতবো। কেন জানি মনে হচ্ছিল, এমন কিছু একটাই হবে। আরও একবার তিনি (ঈশ্বর) আমাকে খুশি করেছেন।