ইউক্রেনে লিওপার্ড-২ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জার্মানি। কিছু নিজেরা পাঠাবে এবং মিত্রশক্তির দেশগুলো থেকে ইউক্রেনে রপ্তানির অনুমতিও দেবে জার্মানি।
প্রথমে ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানো হবে বলে জানিয়েছেন জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবারস্ট্রেইট। তিনি বলেছেন, ইউরোপের অন্য দেশগুলো চাইলে তাদের কাছে থাকা এই ট্যাংক ইউক্রেনে পাঠাতে পারবে। জার্মান সরকার তাতে আপত্তি তুলবে না।
স্টিফেন হেবারস্ট্রেইট বলেন, ‘ইউক্রেনে যাওয়ার জন্য অচিরেই দুটি ট্যাংক ব্যাটালিয়ন দ্রুতই প্রস্তুত করা হবে।’
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠাতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী বুধবারের মধ্যে ৩০টি বা তারও বেশি ট্যাংক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র।