সিভিল প্রশাসন আগের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ। সেজন্য সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করে আগের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দায়িত্ব সুন্দর করে সম্পন্ন করতে চায় বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রতিনিধিরা। সেখানে থেকে বেরিয়ে এসে সেনাপ্রধান গণমাধ্যমে এ কথা বলেন।