রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। উভয় দেশের অন্তত ১৮২ কোম্পানি এবং তিন ব্যক্তিকে এর আওতাভুক্ত করা হয়েছে। কিয়েভের পক্ষ থেকে রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে এটি সর্বশেষ পদক্ষেপ।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত তালিকা থেকে জানা যায়, নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত কোম্পানিগুলো বিভিন্ন দ্রব্য পরিবহণ, যানবাহন ভাড়া, কেমিক্যাল উৎপাদন ও অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত।
তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হলো— রাশিয়ার পটাশ সার উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান উরালকালি, বেলারুশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান বেলারুশকালি, বেলারুশিয়ান রেলওয়ে, রাশিয়ার ভিটিবি লিজিং ও গ্যাজপ্রম ব্যাংক লিজিং ইত্যাদি।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এ ক্ষেত্রে দেশটিকে পুরোপুরি সমর্থন দিয়ে আসছে বেলারুশ। এর পর থেকে উভয় দেশের কয়েকশ ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেন।