ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক গোলা নিক্ষেপ ও আর্টিলারি হামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র। রোববার ইউক্রেন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘বিগত ২৪ ঘণ্টায় বিভিন্ন ধরনের ৪২৪ গোলা এবং ২৩ অন্যান্য যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’
সিএনএন জানিয়েছে, ইউক্রেনের এ সেনা মুখপাত্র আরও বলেছেন, শত্রুদের হামলার প্রধান লক্ষ্য হলো বাখমুত। ইউক্রেনের গুরুত্বপূর্ণ এ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে।
সেরহি চেরেবতি বলেন, ‘এই সময়ে ৪১ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শত্রুরা ১৬৭ বার হামলা চালিয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের রকেট-প্রপেলড আর্টিলারি ও অন্যান্য অস্ত্র রয়েছে। এসব সংঘর্ষে শত্রুবাহিনীর ২১২ জন সেনা (সার্ভিসম্যান) নিহত এবং ৩১৫ জন আহত হয়েছে।’
তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, তারা তাৎক্ষণিকভাবে সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘শুধু বাখমুতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ১৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ৪৮ বার হামলা হয়েছে।’ এ ছাড়া তরস্কি, ফেদোরিভকা, আইভ্যানিস্কি এবং চাসিভ ইয়ারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে।