তুরস্কে এক কিশোরীকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরই মধ্যে তারা ১৭ বছরের এক বালিকাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করে আনেন।
শাহজাহান বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গেল বুধবার রাত ১০টার দিকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৬ মিনিটের দিকে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে কাজ করবে বাংলাদেশি দল। গেল সোমবার ভূমিকম্পের পর তুরস্ক-সিরিয়া এলাকায় উদ্ধারকারী দল পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।