আবারো বাংলাদেশ দলের কোচ হয়ে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনেই মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন টাইগাররা।
দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। সেই দায়িত্ব ছেড়ে ঢাকায় আসছেন শ্রীলংকান এই কোচ।
এর আগে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন হাথুরুসিংহে।
তার আগমন প্রসঙ্গে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, হাথুরু আসলে অনেক বড় চিন্তা করে। আমরা সবাই জানি, হাথুরু ‘গুড প্ল্যানার’। সত্যি বলতে, আমার মনে হয় ‘প্ল্যানিংয়ের মাস্টার’ সে। কারণ সে অনেক বড়টা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে। সুতরাং আমার মনে হয়- ও এলে এগুলো নিয়ে কাজ করা যাবে।
খালেদ মাহমুদ সুজন আরও বলেন, অবশ্যই প্রধান কোচ আসছে, সে পরিকল্পনা করবে, কিভাবে তার দলকে দেখতে চায়। এটা তার ওপরেই থাকবে। বোর্ডের দিক থেকে প্রত্যাশা- আমরা জানি, হাথুরুর কী গুণ, হাথুরু কিভাবে কাজ করেছে আমরা জানি। আমরা চাই সে ওই কাজটাই (করুক)। এখন আরও পরিণত দল পাচ্ছে, এই দলটাকে কিভাবে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি- সেটা সে পারবে।