বিধ্বস্ত তুরস্কে আজ সোমবার ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৯ জন। তুর্কি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভূমিকম্পে বেশ কিছু ভবনও ধসে পড়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সেজার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিধ্বস্ত পাঁচ ভবনে অনুসন্ধান ও উদ্ধার অভিযান দলকে মোতায়েন করা হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, তুরস্কের মালাতিয়া প্রদেশে সোমবারের আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২। তবে তুরস্ক কর্তৃপক্ষ বলছে এর মাত্রা পাঁচ দশমিক ৬।
এছাড়া ইএমএসসি জানিয়েছে এর গভীরত ছিল পাঁচ কিলোমিটার। স্থানীয় মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে বিধ্বস্ত এক ভবনের ধবংস্তুপে দুইজন আটকা পড়ে আছেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এতে শুধু তুরস্কেই নিহত হয়েছে ৪৪ হাজারের বেশি জন।