২০১৭ সালে হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে ব্যাটিং অর্ডারের তিনে উঠে আসেন সাকিব। এই পজিশনেই সাকিব তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা ব্যাটিংটা করছিলেন। এ সময় ৪৫ ম্যাচ খেলে তাঁর রান ১৭৫৫, গড় ৪৮। ২০১৯ বিশ্বকাপে সাকিবের অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স এসেছে তিনে খেলেই।
হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে ফেরার পর আবার মিডল অর্ডারে সাকিব। আজ তিনি এসেছিলেন পাঁচে। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৮ রান।
জফরা আর্চারের কোমরের অপরের বল ফ্লিক করে সিঙ্গেল, নাজমুল হোসেনের প্রথম ওয়ানডে ফিফটি হলো তাতেই। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ৬৭ বল।
এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে ইতিবাচক দিক এ বাঁহাতিই। প্রথম তিনটি স্কোরিং শটই তাঁর ছিল চার, এরপর অবশ্য মেরেছেন আর দুটি। ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে খেলা নাজমুলের এর আগে ক্যারিয়ার-সর্বোচ্চ ছিল ৩৮ রান।