শেখ কামাল ২য় যুব গেমসে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন খুলনা বিভাগের নাইম শেখ। আর দ্রুততম মানবী হয়েছেন রংপুর বিভাগের আইরিন আক্তার।
আজ বনানীর আর্মি স্টেডিয়ামে ছেলেদের বিভাগে ১২ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নাইম। ১২ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন খুলনার রবিউল ইসলাম। ১১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহীর আরিফ বিল্লাহ।
মেয়েদের বিভাগে সোনা জিততে আইরিন সময় নিয়েছেন ১২ দশমিক ২০ সেকেন্ড। ১২ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন খুলনার সুলতানা জিন্নাত এবং ১২ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহীর উম্মে সুলতানা পপি।
ছেলেদের ৮০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ময়মনসিংহের আসলাম শিকদার এবং মেয়েদের সোনা জিতেছেন চট্টগ্রামের তানজিনা আক্তার তানিশা।
পূর্ববর্তী পোস্ট