সম্প্রতি বাংলাদেশ দলের পেস বোলারদের উন্নতি চোখে পড়ার মতো। তাসকিন-এবাদত-হাসান মাহমুদরা নিয়মিত সাফল্য এনে দিচ্ছে বাংলাদেশকে। আর পেসারদের এমন উজ্জ্বল পারফরম্যান্সের কৃতিত্ব দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। তবে বাহবা পেতে নয়, কাজ করতে এসেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রোটিয়া কিংবদন্তি এই পেসার।
বুধবার (২২ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অ্যালান ডোনাল্ড বলেন, ‘আমরা এখানে কাজ করতে এসেছি, বাহবা পেতে নয়। ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে আগেও বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে এরপর তারা আগ্রহী নাও হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি যেটা বলছি, এটা দেখা অসাধারণ যেভাবে পুরো একটা গ্রুপের ছেলেরা, শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারাই নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। এটা দেখা অসাধারণ যে নতুন এপ্রোচ ও ভাবনার সঙ্গে মানিয়ে নিয়েছি।’
পূর্ববর্তী পোস্ট