লিটন কুমার দাস খেলার জন্য প্রস্তুত, অথচ তাকে খেলানো হচ্ছে না। বাংলাদেশ দলের এই তারকা ওপেনারকে দুই ম্যাচে ডাগআউটে বসিয়ে রেখে পরাজয় দেখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ।
আইপিএলের চলমান ১৬তম আসরে পরাজয় দিয়ে মিশন শুরু হয় কেকেআরের। পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫৪ রানের টার্গেট তাড়ায় কেকেআর হারে মাত্র ৭ রানে।
এরপর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গুজরাট টাইটান্সের বিপক্ষে টানা জয় পায় কেকেআর।
কোহলিদের বেঙ্গালুরুর বিপক্ষে ২০৭ রানে করে ৮১ রানের বিশাল ব্যবধানে জয় পায় কেকেআর। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে ২০৫ রানের বিশাল টার্গেট তাড়ায় কেকেআর জিতে যায় ৩ উইকেটে।
টানা দুই ম্যাচে জয়ের পর আবার দুই ম্যাচে টানা হারল বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর।
এই দুই ম্যাচেই খেলার জন্য প্রস্তুত ছিলেন লিটন দাস। তাকে একাদশে সুযোগ দেওয়া হয়নি।
নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২২৯ রানের বিশাল টার্গেট তাড়ায় কেকেআর হারে ২৩ রানে।
রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভেঙ্কটিশ আইয়ারের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৮৫ রান করে কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন ভেঙ্কটিশ আইয়ার। বাকি ব্যাটসম্যানরা প্রত্যাশিত রান পাননি।
টার্গেট তাড়া করতে নেমে ইশান কিশানের (২৫ বলে ৫৮) ফিফটি, আর সুরাইয়া কুমার যাদব (২৫ বলে ৪৩), টিম ডেভিড (১৩ বলে ২৩) আর তিলক ভর্মার ২৫ বলের ৩০ রানের ইনিংসের সুবাদে ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় মুম্বাই।