বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর বাফুফে তাকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছে।
সোমবার বাফুফে এক সংবাদ সম্মেলন ডাকে। সেখানে বাফুফের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও ফেডারেশনের প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফেডারেশনে সোহাগ যেন আর অংশ নিতে না পারে ওই সিদ্ধান্ত হয়েছে। ফেডারেশনে তার কোন স্থান নেই। এছাড়া আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। সেজন্য কমিটি গঠন করা হয়েছে।’সালাম মুর্শেদী বাফুফের ফাইন্যান্স কমিটির সভাপতি। ফান্ড জালিয়াতির অভিযোগে সোহাগ নিষিদ্ধ হওয়ায় তার কমিটির কোন দায় আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তার ফাইন্যান্স কমিটির বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তারা কোন দায় নেবেন না। কারণ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
বাফুফের নিষিদ্ধ জেনারেল সেক্রেটারি সোহাগের বিরুদ্ধে বাফুফেও তদন্ত কমিটি গঠন করেছে। দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে বাফুফের চারজন সহ-সভাপতি আছেন। ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথাও বলেছে বাফুফে। যদি সোহাগের বিরুদ্ধে তদন্ত কমিটি কোন অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বাফুফে। এছাড়া বাফুফের সিনিয়র সহ-সভাপতি মুর্শেদী দাবি করেছেন, ফিফা থেকে কোন দুর্নীতির অভিযোগ আনা হয়নি। ফান্ড ঠিক মতো ব্যবহার হয়নি বলে অভিযোগ আনা হয়েছে। যেটা সোহাগের ব্যক্তিগত দায় বলে উল্লেখ করা হয়েছে।