সুদানে সেনাবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের বেশি। সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরার খবর অনুসারে, প্রকৃত হতাহতের সংখ্যা এর থেকে ঢের বেশি কারণ, কোনো বাহিনীই তাদের নিহতের সংখ্যা প্রকাশ করছে না।
গত শনিবার সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০২১ সালে সুদানে দুই বাহিনীর যৌথ এক অভ্যুত্থানে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু সুদান সামরিক শাসন থেকে পুনরায় বেসামরিক শাসনে ফেরার উদ্যোগ নিয়েছে।
এটা সামনে রেখে ১ লাখের বেশি প্যারা মিলিটারি বাহিনীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হয়েছে। কিন্তু প্যারা মিলিটারি বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মেদ হামদান দাগালো চান, অন্তর্ভুক্তকরণ অন্তত ১০ বছরের জন্য স্থগিত থাকুক। আর যদিও বাহিনীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেনাপ্রধান হতে চান তিনি। এটা নিয়েই কয়েক দিন উত্তেজনার পর শনিবার সংঘর্ষ শুরু হয়।
সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্টের বলেন, ‘অবস্থা খুবই অঘনীভূত। সে কারণে বলা কঠিন ভারসাম্য কোন দিকে যাচ্ছে।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিবাদমান দুইপক্ষই ট্যাংক, আর্টিলারি এবং অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে মাথার ওপর যুদ্ধবিমান গর্জন করছে এবং আকাশে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে।