প্রথম বলেই উইকেট জাহানারা আলমের। স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগেই উইকেট হারায় শ্রীলংকা নারী দল। এরপর নাহিদা আক্তারের ঘূর্ণিতে ৩৭ ওভারের মধ্যে ১৫২ রান তুলতেই ছয় উইকেট নেই হয়ে যায় স্বাগতিকদের। শনিবার কলম্বোয় প্রথম ওডিআইয়ের সেখানেই সমাপ্তি ঘটে বৃষ্টির বাধায়। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুদলকে।
উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে এক পয়েন্ট পেল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে সবশেষ দুই ম্যাচও বৃষ্টির পেটে চলে যায়। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাত ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পরের স্থানে শ্রীলংকা। টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক দলের ওপেনার হার্ষিথা সামারাবিক্রমাকে প্রথম বলেই তুলে নেন জাহানারা। আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নেও বেশিদূর যেতে পারেননি। তাকে ফেরান নাহিদা।
তৃতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তু ও আইমেশা দুলানি খানিকটা সামাল দেন। ৩৭ বলে আট চার ও দুই ছক্কায় ৪৭ রান করা চামিরাকে ফেরান নাহিদা। একশর আগেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক উইকেট পান সুলতানা খাতুন। কাভিশা ৩০* ও ওশাদি ১৪*। নাহিদা ২৪ রানে তিন উইকেট নেন। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে গত ২৬ এপ্রিল থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক ও মোবাইল লেনদেনে নজরদারিও শুরু করেছে বিটিআরসি।
নির্দেশনা অনুযায়ী, ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র বহনে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ একটি রেজিস্ট্রারে লিখে রাখা হবে।
এবার দেশের বাইরে আট কেন্দ্রে ৩৭৪ জন পরীক্ষার্থী নিচ্ছে। এ ছাড়া প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়াসহ শিক্ষক, অভিভাবক অথবা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
© 2022 More Than News All rights reserved.