আফগানদের রীতিমতো দুমড়েমুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। পেসার দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় আফগান টপ ও মিডল অর্ডার।
সবশেষে কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার কাজটা করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সবমিলিয়ে ৩৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় আফগানরা।
আফগানদের ছয় ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। মোহাম্মদ নবির ব্যাটে আসে সর্বোচ্চ ২৩ রান। ৬৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা চামিরা। কুমারা ২৯ রানে নেন ২টি। লেগ স্পিনার হাসারাঙ্গার প্রাপ্তি ৭ রানে ৩টি। দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ নবীদের ১৩২ রানে হারানোর পর আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতেছে ৯ উইকেটে। হাম্বানটোটায় আগে ব্যাট করে আফগানিস্তান মাত্র ১১৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ২০৪ বল হাতে রেখে জিতেছে দাসুন শানাকার দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতল শ্রীলঙ্কা।
পূর্ববর্তী পোস্ট