শাহরুখের মেয়ে বলে কথা। তার আবার টাকা-পয়সা নিয়ে ভাবনা কী! মুক্তি অপেক্ষায় তার অভিষেক সিনেমা ‘দ্য আর্চিস’, এর আগেই কোটি কোটি টাকার সম্পত্তি কিনলেন শাহরুখ খানের কন্যা সুহানা খান।
মুম্বাইয়ের কাছে আলিবাগে একটি কৃষিজমি কিনলেন সুহানা খান, যার দাম শুনলে অবাক হবেন! এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আলিবাগের থাল গ্রামে দেড় একরের একটি কৃষিজমি কিনেছেন সুহানা। যার মূল্য ১২ কোটি ৯১ লাখ রুপি। যার বাংলায় মূল্যমান ১৭ কোটি টাকা।
গত ১ জুন এই কৃষিজমিটি সুহানার নামে রেজিস্ট্রি করা হয়েছে। ওই কৃষিজমিতে একটি ২ দশমিক ২১৮ স্কয়ার ফিটের কাঠামো রয়েছে। সেটিসহ এই বিরাট কৃষিজমি কেনেন এই স্টারকিড। প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইনডেক্সট্যাপ ডটকম (সম্পত্তি কেনাবেচার ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান)-এর হাতে এসেছে সুহানার জমির রেজিস্ট্রি সংক্রান্ত নথি। সেখানেই দেখা যাচ্ছে, জমিটি কিনতে ৭৭ কোটি ৪৬ লাখ রুপির স্টাম্প ডিউটি দিতে হয়েছে সুহানাকে।
সুহানা, তিন বোন অঞ্জলি, রেখা এবং প্রিয়া খোটের থেকে এই পৈতৃক সম্পত্তি কিনে নিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, রেজিস্ট্রির নথিতে সুহানাকে ‘কৃষিবিদ’ বা ‘অ্যাগ্রিকালচারিস্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যদিও সুহানা পড়াশোনাও করেছেন ফিল্ম মেকিং নিয়ে। আর শোবিজ দুনিয়াতেই ক্যারিয়ার গড়ছেন।
সিনেমায় আত্মপ্রকাশের আগে থেকেই গ্ল্যামার দুনিয়ায় হৈচৈ ফেলেছেন সুহানা। চলতি বছরই বিশ্ববিখ্যাত কসমেটিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।
পূর্ববর্তী পোস্ট