এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন আহমেদ। সেখানে খেলা অবস্থাতেই পেলেন আরও একটি সুখবর। এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক এসেছে টাইগার পেসারের।
শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা এলপিএলের দল ডাম্বুলা অরার তাসকিনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেটি আজই তাসকিন জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীসকে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবিতে কোনো আবেদন জানানো হয়নি।
নাফীস বলেছেন, ‘অফিসিয়ালি এখনও এনওসি দেয়নি। আমার কাছে বা বোর্ডের কাছে এই ব্যাপারে এখনও কোনো তথ্য আসেনি। তবে তাসকিন জানিয়েছে এলপিএল তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’
এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। সে সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা না থাকলেও বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
এদিকে জিম্বাবুয়ের লিগে তিন ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন ২৮ বর্ষী পেসার তাসকিন। এপর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।