৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা ভারত-পাকিস্তান এবং পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের সূচি পরিবর্তনের আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সূচিতে পরিবর্তন আনতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পালটাতে পারে ধর্মীয় কারণে। ১৫ অক্টোবর হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির প্রথম দিন। ভারত-পাকিস্তান ম্যাচ যদি ১৪ অক্টোবর হয়, তাতে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। কারণ ওই দিন আগে থেকেই দুটি ম্যাচ আছে।
দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরের ম্যাচে দিল্লিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ এই দুই ম্যাচে প্রভাব ফেলতে পারে। সেই প্রভাব কাটাতে ম্যাচ দুটি একদিন আগেই (১৩ অক্টোবর) মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য পাকিস্তানের সূচি পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। আশা করা হচ্ছে, এ সপ্তাহের শেষদিকে এই ঘোষণা আসতে পারে।
বাংলাদেশের সূচি পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন, সূচিতে কিছু পরিবর্তন আসার কথা শুনছি, তবে আমাদের জন্য তেমন কোনো চ্যালেঞ্জিং হবে না। কারণ আমরা উপমহাদেশেরই দল।