Home » লোহিত সাগরে নৌবাহিনী মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে নৌবাহিনী মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

0 মন্তব্য 13 ভিউজ

ইরানের তেলবাহী ট্যাংকার আটকের পর লোহিত সাগরে নৌবাহিনী মোতায়েন বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোতায়েন বৃদ্ধির অংশ হিসেবে দুটি যুদ্ধজাহাজে চড়ে ৩ হাজারের বেশি মার্কিন সামরিক কর্মী লোহিত সাগরে পৌঁছেছে বলে মার্কিন নৌবাহিনী সোমবার জানিয়েছে। খবর এএফপির।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব-ঘোষিত মোতায়েন সুয়েজ খাল দিয়ে ট্রানজিট করার পর রবিবার মার্কিন নাবিক ও মেরিনরা লোহিত সাগরে প্রবেশ করেছে। ইউএসএস বাটান এবং ইউএসএস কার্টার হল যুদ্ধজাহাজে পৌঁছানোর কারণে বহরটির সামুদ্রিক সক্ষমতা বেড়েছে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরান গত দুই বছরে এই অঞ্চলে প্রায় ২০টি আন্তর্জাতিক পতাকাবাহী জাহাজ দখল করেছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।

ইউএসএস বাটান একটি উভচর অ্যাসল্ট জাহাজ যা ফিক্সড-উইং এবং রোটারি বিমানের পাশাপাশি ল্যান্ডিং ক্রাফটও বহন করতে সক্ষম। ইউএসএস কার্টার হলও অত্যাধুনিক যুদ্ধজাহাজ যা নৌবাহিনীর সকল সরঞ্জাম পরিবহনের পাশাপাশি উপকূলে অবতরণ করতে পারে।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স এএফপিকে বলেছেন, ‘এই ইউনিটগুলো গুরুত্বপূর্ণ অপারেশনাল নমনীয়তা এবং সক্ষমতা যুক্ত করে যখন আমরা কাজ করি। এছাড়াও অস্থিতিশীল কার্যকলাপ রোধ করতে এবং ইরানের হয়রানির পাশাপাশি বণিক জাহাজ আটকের কারণে আঞ্চলিক উত্তেজনা কমাতে সহায়তা করে।

ওয়াশিংটন বলেছে, তার বাহিনী ৫ জুলাই ওমানের আন্তর্জাতিক জলসীমায় ইরানের বাণিজ্যিক ট্যাংকার জব্দ করার দুটি প্রচেষ্টাকে বাধা দেওয়ার পরে এই মোতায়েন করা হয়েছে।

ইরানের সামুদ্রিক পরিষেবা জানিয়েছে, দুটি ট্যাংকারের মধ্যে একটি বাহামিয়ান-পতাকাযুক্ত রিচমন্ড ভয়েজার। এটি একটি ইরানি জাহাজের সঙ্গে সংঘর্ষে পড়েছিল। এতে পাঁচ ক্রু সদস্য গুরুতরভাবে আহত হয়।

এপ্রিল ও মে মাসের প্রথম দিকে ইরান আঞ্চলিক জলসীমায় এক সপ্তাহের মধ্যে দুটি তেল ট্যাংকার আটক করে।

ওমানের উপকূলে তেল-গ্যাস বহনকারী ইসরায়েলি মালিকানাধীন সংস্থার মাধ্যমে পরিচালিত একটি ট্যাংকারের বিরুদ্ধে ড্রোন হামলার জন্য ইসরায়েল এবং নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দোষারোপ করার পরে এই ঘটনাগুলো ঘটে।

মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে ঘোষণা করেছে, তারা উপসাগরে জাহাজ আটক করা থেকে ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে উভচর রেডিনেস গ্রুপ/মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সঙ্গে একটি ডেস্ট্রয়ার, এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করবে।

গত সপ্তাহে একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, ওয়াশিংটন প্রতিরক্ষার একটি অতিরিক্ত স্তর হিসেবে উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক ট্যাঙ্কারগুলিতে মেরিন এবং নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করারও প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন

মতামত দিন

আমাদের সম্পর্কে

We’re a media company. We promise to tell you what’s new in the parts of modern life that matter. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Sed consequat, leo eget bibendum Aa, augue velit.