বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই নিষেধাজ্ঞার আওতায় বেলারুশ সরকারকে অর্থায়ন করা আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।
বুধবার মার্কিন অর্থ বিভাগের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশের ক্ষমতাসীনরা নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। মিনস্ক রাশিয়ার সঙ্গে ইউক্রেনে অনৈতিক যুদ্ধে জড়িয়েছে। যেসব ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারকে এসব কাজে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।
নির্বাচনে জালিয়াতি ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা।