ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দামামা এবার জোরেসোরেই বেজে উঠল। আইসিসি যে জানিয়ে দিল বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণ। আগামী ২৫ আগস্ট থেকেই মিলবে ভারত বিশ্বকাপের টিকিট।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভারত-পাকিস্তান ম্যাচসহ বিশ্বকাপের মোট ৯টি ম্যাচের সূচি পরিবর্তন করেছে আইসিসি। ঐ ম্যাচগুলোর সূচি পরিবর্তনের ঘোষণার পরপরই টিকিট বিক্রির দিনক্ষণের ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে। আর টিকিটের জন্য আগ্রহী ব্যক্তিরা ১৫ আগস্ট থেকেই নিবন্ধন করতে পারবেন। আগে থেকে নিবন্ধন করা থাকলে টিকিট-বিক্রি সংক্রান্ত খবরগুলোও পেয়ে যাবেন আগেভাগেই।
কবে থেকে কেনা যাবে কোন ম্যাচের টিকিট
১. স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতিপর্ব ও মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে- ২৫ আগস্ট থেকে।
২. গুয়াহাটি ও ত্রিবান্দ্রামে অনুষ্ঠিত ভারতের ম্যাচের টিকিট- ৩০ আগস্ট থেকে
৩. চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচের টিকিট- ৩১ আগস্ট থেকে
৪. ধর্মশালা, লখনৌ ও মুম্বাইয়ের ভারতের ম্যাচের টিকিট- ১ সেপ্টেম্বর থেকে
৫. বেঙ্গালুরু ও কলকাতার ভারতের ম্যাচের টিকিট- ২ সেপ্টেম্বর থেকে
৬. আহমেদাবাদের ভারতের ম্যাচের টিকিট- ৩ সেপ্টেম্বর থেকে
৭. সেমিফাইনাল ও ফাইনালের টিকিট- ১৫ সেপ্টেম্বর থেকে