কিছু দিন আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফেরেন লিটন দাস। কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে হঠাৎ ডাক আসে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে।
এবার এলপিএলে খেলার উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন। সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে এখনো মাঠে নামা হয়নি মিঠুনের।
৫ দলের এই টুর্নামেন্ট শুরু হয়েছে ৩০ জুলাই। চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আর তাই এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ। এলপিএল শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই তিন ক্রিকেটার।
পূর্ববর্তী পোস্ট