এবার যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তাদের এই ক্ষেপণাস্ত্রের নাম ‘এসএএম-৬’।
লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে এক সামরিক প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রদর্শন করা হয়।
আল-মানার টেলিভিশন জানিয়েছে, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস-এর হাত থেকে লেবাননের জুরুদ শারকিয়া অঞ্চল মুক্ত করার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ওই সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে ক্ষেপণাস্ত্রটির খুঁটিনাটি এ খবরে উল্লেখ করা হয়নি।
১০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ১৯৮২, ২০০০ ও ২০০৬ সালের যুদ্ধে ইসরায়েলের কাছ থেকে জব্দ করা অস্ত্রসস্ত্র ও সাঁজোয়া যান প্রদর্শন করা হয়। ২০১৭ সালে তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ থেকে জব্দ করার সমরাস্ত্রও এখানে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান ইব্রাহিম আমিন আল-সাঈদ বলেন, এ প্রদশনীতে শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে হিজবুল্লাহর প্রতিরোধ শক্তি ও সক্ষমতা ফুটে উঠেছে।